কম্পিউটার:৫০টি MCQ যা আপনার চাকুরী
কম্পিউটার-
_____________________________________
১.প্রথম ডিজিটাল কম্পিউটার – MARK-1.
২.সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার – সুপার কম্পিউটার।
৩.হাইব্রিড কম্পিউটারের ইনপুট হলো-এনালগ প্রকৃতির।
৪.হাইব্রিড কম্পিউটারের আউটপুট হলো- ডিজিটাল প্রকৃতির।
৫.বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার এখন- তিয়ানহে-২(চীন).
৬. ‘পরম’ নামে সুপার কম্পিউটার আবিষ্কার করে- ভারত।
৭.বাংলাদেশের একমাত্র সুপার কম্পিউটার – বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ল্যাবে।
৮.বাংলাদেশের সুপার কম্পিউটারটি হলো- IBM RS/ 6000 SP.
৯.মেইনফ্রেম কম্পিউটার আকারে সুপার কম্পিউটার হতে- ছোট।
১০.প্রথম মিনি কম্পিউটার -পিডিপি-১
১১.প্রথম পারসোনাল কম্পিউটার – এলটেয়ার-৮৮০০।
১২.lap শব্দের মানে- কোল।
১৩.প্রথম ল্যাপটপ কম্পিউটার বাজারে আনে- এপসন কোম্পানি, ১৯৮১ সালে।
১৪.DOEL ল্যাপটপের প্রস্তুতকারী প্রতিষ্ঠান – টেশিস।
১৫.’টেশিস’ এর পূরনাংগ রুপ- টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড।
১৬.পামটপ হলো – হাতের তালুতে রেখে কাজ করা যায় এমন ছোট কম্পিউটার।
১. অত্যাধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে- ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি);
২. কম্পিউটারের ব্রেইন হলো- Microprocessor
৩. আধুনিক কম্পিউটারের জনক বলা হয়-John Von Neumann; কম্পিউটারের জনক বলা হয়- চার্লস ব্যাবেজ কে;
৪. কম্পিউটারের আবিস্কারক- হাওয়ার্ড অ্যইকেন;
৫. আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজনীয়তা শেষ হওয়ার কারণ- ফটো লিথোগ্রাফী;
৬. কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে- সেন্ট্রাল প্রসেসিং ইউনিট;
৭. কম্পিউটারের কেন্দ্রীয় পক্রিয়াকরণ অংশ গঠিত অভ্যন্তরীন স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে;
৮. কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে বলা হয়- হার্ডওয়্যার;
৯. কম্পিউটার পদ্ধতির দু’টি প্রধান অঙ্গ- হার্ডওয়্যার ও সফটওয়্যার।
১০. কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলীকে বলা হয়- প্রোগ্রাম;
১১. কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার।
১২. ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়- টেলিমেডিসিন;
১৩. নাফিস বিন সাত্তার- বাংলাদেশী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ২০০৭ সালে অস্কার পুরস্কার অর্জন করেন;
১৪. কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝায় এর প্রোগ্রাম বা কর্মপরিকল্পনা কৌশল;
১৫. মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয়- এসেম্বলি;
১৬. প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন মেশিনের ভাষায়;
১৭. বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী সিআইএইচ (চেং-ইয়ং-হো) ভাইরাস ২৬ এপ্রিল ১৯৯৯ তারিখে আক্রমণ করে।
১৮. তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী- ওয়াইম্যাক্স;
১৯. VSAT প্রযুক্তি ভূ-পৃষ্ঠ হতে স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য ব্যবহার করা হয়;
২০. প্রথম ল্যাপটপ কম্পিউটার- অসবর্ন-১ , এপসন কোম্পানি, ১৯৮১;।
২১. পুনরাবৃত্তিমূলক কাজে কম্পিউটার বেশি সুবিধাজনক;
২২. কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়- বাস;
২৩. উপাত্ত গ্রহণ ও নির্গমণ বাসের নাম ডেটাবেস;
২৪. ওরাকল- একটি ডেটাবেস সফটওয়্যার;
২৫. ডেটাবেস সফটওয়্যার এর জন্মতারিখ হলো একটি ফিল্ড;
২৬. সর্বপ্রম ফটোশপ ব্যবহার হয় Apple Macintosh কম্পিউটারে।
২৭. Zoom out—image ছোট করা;
২৮. পাওয়ার অপেন- একটি অপারেটিং সিস্টেম;
২৯. প্রথম সফল কম্পিউটার বাজারে আসে ১৯৭৬ সালে।
৩০. কম্পিউটারের কোন বুদ্ধি বিবেচনা নেই;
৩১. কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার।
৩২. মেকিনটোশ কম্পিউটারের সাহায্যে পৃথিবীর সব ভাষা ব্যবহারের প্র ম সুযোগ আসে;
৩৩. কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী করেন- ড. স্টিবিজ;
৩৪. ইউনিক্স অপারেটিং সিস্টেমে দুইশ’র অধিক কমান্ড ব্যবহার করতে হয়;
৩৫. মেশিন ল্যাঙ্গুয়েজ দুইটি সংকেত সমন্বয়ে গঠিত;
৩৬. প্রাচীন ব্যাবিলনে গণনার পদ্ধতি ছিল ২ ধরনের;
৩৭. হেক্সাডেসিমেল গণনার মৌলিক অংশ ১৬টি;
৩৮. বিশ্বের প্রথম ওয়েব ব্রাউজার- মোজাইক;
৩৯. প্রথম কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ- ফরট্রান;
৪০. লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক- ট্যাভেলড লিনাক্স;
৪১. পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনার যন্ত্র- মার্ক ১; যন্ত্রটি লম্বায় ছিল ৫১ ফুট দৈর্ঘ্য:
৪২. সবচেয়ে দ্রুতগতিসম্পনড়ব টেপ- ম্যাগনেটিক টেপ;
৪৩. ইন্টারপ্রেটার- অনুবাদক প্রোগ্রাম;
৪৪. কম্পিউটার নেটওয়ার্ক তিন ধরনের
৪৬. Gray scale ইমেজকে সাদা-কালোতে রূপান্তরিত করা যায় Threshold কমান্ড;
৪৭. বাংলাদেশে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান-
প্রশিকানেট, গ্রামীণ সাইবার নেট, বাংলাদেশ অনলাইন;
৪৮. তথ্য প্রযুক্তি একটি সমন্বিত প্রযুক্তি;
৪৯. বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সেবা চালু হয়- ৪ জুন, ১৯৯৬ তারিখে;
৫০. বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্ক আরপানেট চালু হয় ১৯৬৯ সালে।
_____________________________________
১.প্রথম ডিজিটাল কম্পিউটার – MARK-1.
২.সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার – সুপার কম্পিউটার।
৩.হাইব্রিড কম্পিউটারের ইনপুট হলো-এনালগ প্রকৃতির।
৪.হাইব্রিড কম্পিউটারের আউটপুট হলো- ডিজিটাল প্রকৃতির।
৫.বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার এখন- তিয়ানহে-২(চীন).
৬. ‘পরম’ নামে সুপার কম্পিউটার আবিষ্কার করে- ভারত।
৭.বাংলাদেশের একমাত্র সুপার কম্পিউটার – বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ল্যাবে।
৮.বাংলাদেশের সুপার কম্পিউটারটি হলো- IBM RS/ 6000 SP.
৯.মেইনফ্রেম কম্পিউটার আকারে সুপার কম্পিউটার হতে- ছোট।
১০.প্রথম মিনি কম্পিউটার -পিডিপি-১
১১.প্রথম পারসোনাল কম্পিউটার – এলটেয়ার-৮৮০০।
১২.lap শব্দের মানে- কোল।
১৩.প্রথম ল্যাপটপ কম্পিউটার বাজারে আনে- এপসন কোম্পানি, ১৯৮১ সালে।
১৪.DOEL ল্যাপটপের প্রস্তুতকারী প্রতিষ্ঠান – টেশিস।
১৫.’টেশিস’ এর পূরনাংগ রুপ- টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড।
১৬.পামটপ হলো – হাতের তালুতে রেখে কাজ করা যায় এমন ছোট কম্পিউটার।
১. অত্যাধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে- ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি);
২. কম্পিউটারের ব্রেইন হলো- Microprocessor
৩. আধুনিক কম্পিউটারের জনক বলা হয়-John Von Neumann; কম্পিউটারের জনক বলা হয়- চার্লস ব্যাবেজ কে;
৪. কম্পিউটারের আবিস্কারক- হাওয়ার্ড অ্যইকেন;
৫. আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজনীয়তা শেষ হওয়ার কারণ- ফটো লিথোগ্রাফী;
৬. কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে- সেন্ট্রাল প্রসেসিং ইউনিট;
৭. কম্পিউটারের কেন্দ্রীয় পক্রিয়াকরণ অংশ গঠিত অভ্যন্তরীন স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে;
৮. কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে বলা হয়- হার্ডওয়্যার;
৯. কম্পিউটার পদ্ধতির দু’টি প্রধান অঙ্গ- হার্ডওয়্যার ও সফটওয়্যার।
১০. কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলীকে বলা হয়- প্রোগ্রাম;
১১. কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার।
১২. ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়- টেলিমেডিসিন;
১৩. নাফিস বিন সাত্তার- বাংলাদেশী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ২০০৭ সালে অস্কার পুরস্কার অর্জন করেন;
১৪. কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝায় এর প্রোগ্রাম বা কর্মপরিকল্পনা কৌশল;
১৫. মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয়- এসেম্বলি;
১৬. প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন মেশিনের ভাষায়;
১৭. বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী সিআইএইচ (চেং-ইয়ং-হো) ভাইরাস ২৬ এপ্রিল ১৯৯৯ তারিখে আক্রমণ করে।
১৮. তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী- ওয়াইম্যাক্স;
১৯. VSAT প্রযুক্তি ভূ-পৃষ্ঠ হতে স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য ব্যবহার করা হয়;
২০. প্রথম ল্যাপটপ কম্পিউটার- অসবর্ন-১ , এপসন কোম্পানি, ১৯৮১;।
২১. পুনরাবৃত্তিমূলক কাজে কম্পিউটার বেশি সুবিধাজনক;
২২. কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়- বাস;
২৩. উপাত্ত গ্রহণ ও নির্গমণ বাসের নাম ডেটাবেস;
২৪. ওরাকল- একটি ডেটাবেস সফটওয়্যার;
২৫. ডেটাবেস সফটওয়্যার এর জন্মতারিখ হলো একটি ফিল্ড;
২৬. সর্বপ্রম ফটোশপ ব্যবহার হয় Apple Macintosh কম্পিউটারে।
২৭. Zoom out—image ছোট করা;
২৮. পাওয়ার অপেন- একটি অপারেটিং সিস্টেম;
২৯. প্রথম সফল কম্পিউটার বাজারে আসে ১৯৭৬ সালে।
৩০. কম্পিউটারের কোন বুদ্ধি বিবেচনা নেই;
৩১. কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার।
৩২. মেকিনটোশ কম্পিউটারের সাহায্যে পৃথিবীর সব ভাষা ব্যবহারের প্র ম সুযোগ আসে;
৩৩. কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী করেন- ড. স্টিবিজ;
৩৪. ইউনিক্স অপারেটিং সিস্টেমে দুইশ’র অধিক কমান্ড ব্যবহার করতে হয়;
৩৫. মেশিন ল্যাঙ্গুয়েজ দুইটি সংকেত সমন্বয়ে গঠিত;
৩৬. প্রাচীন ব্যাবিলনে গণনার পদ্ধতি ছিল ২ ধরনের;
৩৭. হেক্সাডেসিমেল গণনার মৌলিক অংশ ১৬টি;
৩৮. বিশ্বের প্রথম ওয়েব ব্রাউজার- মোজাইক;
৩৯. প্রথম কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ- ফরট্রান;
৪০. লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক- ট্যাভেলড লিনাক্স;
৪১. পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনার যন্ত্র- মার্ক ১; যন্ত্রটি লম্বায় ছিল ৫১ ফুট দৈর্ঘ্য:
৪২. সবচেয়ে দ্রুতগতিসম্পনড়ব টেপ- ম্যাগনেটিক টেপ;
৪৩. ইন্টারপ্রেটার- অনুবাদক প্রোগ্রাম;
৪৪. কম্পিউটার নেটওয়ার্ক তিন ধরনের
৪৬. Gray scale ইমেজকে সাদা-কালোতে রূপান্তরিত করা যায় Threshold কমান্ড;
৪৭. বাংলাদেশে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান-
প্রশিকানেট, গ্রামীণ সাইবার নেট, বাংলাদেশ অনলাইন;
৪৮. তথ্য প্রযুক্তি একটি সমন্বিত প্রযুক্তি;
৪৯. বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সেবা চালু হয়- ৪ জুন, ১৯৯৬ তারিখে;
৫০. বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্ক আরপানেট চালু হয় ১৯৬৯ সালে।
কম্পিউটার বিষয়ক MCQ প্রশ্ন ও উত্তর | |
---|---|
৩০১ | কম্পিউটারের মাধ্যমে পারষ্পরিক যোগাযোগকে কী বলে ? |
উত্তরঃ | নেটওয়ার্ক। |
৩০২ | কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য হল- |
উত্তরঃ | নির্ভুলতা |
৩০৩ | বিজয় বায়ান্নো কে তৈরি করেছেন ? |
উত্তরঃ | মোস্তফা জব্বার |
৩০৪ | CPU এর কয়টি অংশ থাকে ? |
উত্তরঃ | ৩ টি |
৩০৫ | দুটি ই-মেইল সফ্টওয়্যার এর নাম লিখ ? |
উত্তরঃ | Yahoo, Gmail. |
৩০৬ | পেন ড্রাইভ- এর কাজ কী ? |
উত্তরঃ | তথ্য ষ্টোর করে রাখা |
৩০৭ | CD কোন ধরনরে ডিভাইস ? |
উত্তরঃ | Optical Device |
৩০৮ | IBM এর পূর্নরূপ- |
উত্তরঃ | International Business Machine |
৩০৯ | Email এর CC এর পূর্নরূপ কি ? |
উত্তরঃ | Carbon Copy |
৩১০ | কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলা হয় ? |
উত্তরঃ | ROM |
৩১১ | একটি Anti-Virus সফটওয়্যার এর নাম লিখ ? |
উত্তরঃ | Avast |
৩১২ | কম্পিউটারের মস্তিস্ক বলা হয় কোন অংশকে ? |
উত্তরঃ | CPU |
৩১৩ | কী-বোর্ডের Shift, Ctrl, Alt কী গুলোকে কি বলে ? |
উত্তরঃ | কমান্ড কী। |
৩১৪ | নিউমেরিক কী- কী বোর্ডের কোন দিকে থাকে ? |
উত্তরঃ | ডানদিকে |
৩১৫ | Print Preview এর শর্টকাট কমান্ড কোনটি ? |
উত্তরঃ | Ctrl + F2 |
৩১৬ | কী-বোর্ডের কোন ফাংশন কী-কে Save as Button বলা হয় ? |
উত্তরঃ | F12 |
৩১৭ | চতুর্থ প্রজম্নের কম্পিউটারের বৈশিষ্ট্য কি ? |
উত্তরঃ | মাইক্রোপ্রসেসর |
৩১৮ | পঞ্চম ও ভবিষ্যৎ প্রজম্নের কম্পিউটারের বৈশিষ্ট্য কি ? |
উত্তরঃ | অধিক শক্তিশালী মাইক্রোপ্রসেসর। |
৩১৯ | UNIVAC কম্পিউটার কে আবিষ্কার করেন ? |
উত্তরঃ | মসলি |
৩২০ | EDVAC কম্পিউটার কে আবিষ্কার করেন ? |
উত্তরঃ | নিউম্যান। |
৩২১ | বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয় এবং কোন জেলায় অবস্থিত ? |
উত্তরঃ | ১৯৫৪ সালে ১নং সংসদীয় আইন বলে এটি প্রতিষ্ঠিত হয়, এটি ঢাকা জেলায় অবস্থিত। |
৩২২ | MS Excel- এ F2 key কী কাজে ব্যবহার করা হয় ? |
উত্তরঃ | কোন cell এর ডাটাকে edit করার জন্য সেলের অভ্যন্তরে cursor স্থাপনের ক্ষেত্রে। |
৩২৩ | ওয়ার্কশীট কিসের অংশবিশেষ ? |
উত্তরঃ | ওয়ার্কবুকের অংশবিশেষ। |
৩২৪ | Caps Lock off থাকলে লেখা ………… Case এর হয় |
উত্তরঃ | Lower |
৩২৫ | অ্যাবসলুট অ্যাড্রেস কোনটি ? |
উত্তরঃ | $A$ 25 |
৩২৬ | কয় গিগাবাইট সমান এক টেরাবাইট ? |
উত্তরঃ | ১০২৪ গিগাবাইট |
৩২৭ | চার্লস ব্যাবেজকে কোন কম্পিউটারের জনক বলা হয় ? |
উত্তরঃ | আধুনিক |
৩২৮ | রাউটার কী ? |
উত্তরঃ | Hardware Device |
৩২৯ | মাইক্রোপ্রসেসর এর কাজ কী ? |
উত্তরঃ | তথ্য প্রক্রিয়াকরন করা । |
৩৩০ | কত সালে আইবিএম পিসি বাজারে আসে ? |
উত্তরঃ | ১৯৮১ সালে |
৩৩১ | মার্ক-১ এর দৈর্ঘ্য কত ? |
উত্তরঃ | ৫১ ফুট লম্বা |
৩৩২ | ১ পিকো সেকেন্ড = কত সেকেন্ড ? |
উত্তরঃ | ১০-১২ সে |
৩৩৩ | কম্পিউটারের সাংগঠনিক অংশ নয় কোনটি ? |
উত্তরঃ | রিপেয়ারিং ইউনিট |
৩৩৪ | কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে ? |
উত্তরঃ | Compute |
৩৩৫ | কোন কম্পিউটার পরিমাপন পদ্ধতিতে কাজ করে ? |
উত্তরঃ | অ্যানালগ |
৩৩৬ | সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের নাম কি ? |
উত্তরঃ | সুপার কম্পিউটার |
৩৩৭ | কোন ডিস্ক সরাসরি ফরমেট করা যায় না ? |
উত্তরঃ | ফ্লপি ডিস্ক। |
৩৩৮ | ক্লোন হচ্ছে- |
উত্তরঃ | আইবিএম পিসি’ নকল। |
৩৩৯ | কাজের প্রকৃতি অনুসারে কম্পিউটারকে কয় শ্রেণীতে বিভক্ত করা যায় ? |
উত্তরঃ | ৩ শ্রেনীতে |
৩৪০ | ফাইল কোথায় রাখা হয়- |
উত্তরঃ | ফোল্ডারে |
৩৪১ | ফোল্ডার মুছার নিয়ম- |
উত্তরঃ | Select + Delete |
৩৪২ | মাউসের সাহায্যে কোন কাজ করা হয় ? |
উত্তরঃ | ফাইল ওপেন করা হয় । |
৩৪৩ | ডকুমেন্ট বানান শুদ্ধ করার কমান্ড হচ্ছে ? |
উত্তরঃ | Review + Spelling & Grammar + Ok |
৩৪৪ | টেক্স জাস্টিফাই বলতে কী বুঝায় ? |
উত্তরঃ | প্রতিটা পূর্ন লাইনের ডান ও বামদিক এক বরাবর থাকবে। |
৩৪৫ | MS Word এ Ctrl + End এর কাজ কী ? |
উত্তরঃ | ডকুমেন্টের ক্ষেত্রে কার্সর চলে আসে লাইনের শেষে। |
৩৪৬ | Desktop কী ? |
উত্তরঃ | মনিটরের ব্যাকগ্রাউন্ড এরিয়াই হলো Desktop |
৩৪৭ | গ্রাফ বা চার্ট কি ? |
উত্তরঃ | গাণিতিক তথ্যসমূহের চিত্রময় উপস্থাপনকে গ্রাফ বা চার্ট বলে। |
৩৪৮ | স্প্রেডশীট প্যাকেজ প্রোগ্রাম মূলত ব্যবহার করা হয়- |
উত্তরঃ | অ্যাকাউন্টিং কাজ করতে। |
৩৪৯ | ফোল্ডারে ফাইল দেখার জন্য- |
উত্তরঃ | ডাবল ক্লিক করা হয়। |
৩৫০ | Forms ফাইল তৈরি করার উদ্দেশ্য- |
উত্তরঃ | ডাটা নির্বাচন পদ্ধতি অনুসরন করা |
৩৫১ | ডাটাবেস গঠিত হয়- |
উত্তরঃ | রেকর্ড নিয়ে। |
৩৫২ | Macro ব্যবহারের উদ্দেশ্য- |
উত্তরঃ | কোনো কমান্ড সহজে নির্বাহ করা |
৩৫৩ | কোনটি অপারেটিং সিস্টেমের কাজ নয় ? |
উত্তরঃ | ডাটা প্রসেসিং করা। |
৩৫৪ | MS Word এ Columns কোন মেনুর অধীনে ? |
উত্তরঃ | Page Layout Menu |
৩৫৫ | র্যাম এর ধারণ ক্ষমতা সম্প্রসারন করা যায় – |
উত্তরঃ | অতিরিক্ত র্যাম চিপ যুক্ত করে। |
৩৫৬ | প্রতিটি শব্দ আলাদাভাবে Underline করার কমান্ড- |
উত্তরঃ | Ctrl+ U |
৩৫৭ | Title Case এর উদাহরন কোনটি ? |
উত্তরঃ | Run! Forest Run |
৩৫৮ | Equation লেখার জন্য ব্যবহৃত হয়- |
উত্তরঃ | – Insert > Objects > Microsoft Equation. |
৩৫৯ | Data Base এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ফান্ডামেন্টাল অবজেক্ট- |
উত্তরঃ | Table |
৩৬০ | ডাটাবেসের ক্ষুদ্রতম অংশকে বলা হয়- |
উত্তরঃ | Field |
৩৬১ | D10 সেল অ্যাড্রেস এর অর্থ কী ? |
উত্তরঃ | D নং কলামের 10 নং সারি |
৩৬২ | ডকুমেন্টের কিছু অংশ কী-বোর্ড দ্বারা বোল্ড করার কমান্ড লিখ |
উত্তরঃ | Shift + Arrow Key এবং Ctrl + B |
৩৬৩ | একসাথে একাধিক স্লাইড পর্দায় দেখার কমান্ড- |
উত্তরঃ | Slide Sorter > View |
৩৬৪ | Windows 7 একটি |
উত্তরঃ | Operating System |
৩৬৫ | Esc বাটন ব্যবহৃত হয়- |
উত্তরঃ | Dialogue box cancel করার জন্য। |
৩৬৬ | গাটার ( Gutter ) কী ? |
উত্তরঃ | পৃষ্ঠার মার্জিন সংযুক্ত অতিরিক্ত জায়গা। |
৩৬৭ | Horizontal Scalling কী ? |
উত্তরঃ | অক্ষরগুলোকে সমান্তরালভাবে প্রসারিত করা |
৩৬৮ | মেমরির একক হচ্ছে ? |
উত্তরঃ | বাইট |
৩৬৯ | কম্পিউটারের স্মৃতি প্রধানত কয় প্রকার ও কী কী ? |
উত্তরঃ | দুই প্রকার, যথাঃ- Primary Memory & Secondary Memory |
৩৭০ | কত কিলোবাইটে = এক মেগাবাইট ? |
উত্তরঃ | ১০২৪ কিলোবাইট |
৩৭১ | ROM একটি……………মেমরি। |
উত্তরঃ | প্রধান/স্থায়ী |
৩৭২ | Recycle bin এ …………….ফাইল জমা থাকে |
উত্তরঃ | অপ্রয়োজনীয় |
৩৭৩ | দুইটি স্প্রেডশীট প্যাকেজ এর নাম লিখ ? |
উত্তরঃ | MS Excel, Quartropro |
৩৭৪ | Presentation Package কোনটি ? |
উত্তরঃ | Power Point |
৩৭৫ | “কিন্তু” লেখার জন্য পর্যায়ক্রমে………………..Key Press করতে হয় ? |
উত্তরঃ | DJBGKS |
৩৭৬ | ৫ টি হার্ডওয়্যার যন্ত্রের নাম লিখ ? |
উত্তরঃ | (১) মাউস (২) কী-বোর্ড (৩) মনিটর (৪) প্রিন্টার(৫) স্পিকার। |
৩৭৭ | ই-মেইল দিয়ে কী করা যায় ? |
উত্তরঃ | কম্পিউটারে বার্তা আদান-প্রদান করা হয়। |
৩৭৮ | কম্পিউটারের ভাইরাস এক ধরনের- |
উত্তরঃ | ক্ষতিকারক প্রোগ্রাম |
৩৭৯ | ওয়ার্ডের ডকুমেন্টে পেজ নম্বর দেয়ার কমান্ড- |
উত্তরঃ | Insert Menu > Page Number > Ok |
৩৮০ | কম্পিউটারের মূল অংশগুলোর নাম কি কি ? |
উত্তরঃ | (1) Input Unit (2) CPU Unit (3) Output Unit |
৩৮১ | Shut down কমান্ডের কাজ কী ? |
উত্তরঃ | Windows Operating System হতে বের হওয়ার জন্য shut down কমান্ড ব্যবহার করা হয়। |
৩৮২ | DOS কী ? |
উত্তরঃ | Disk operating System ইহা একটি বর্ণভিত্তিক অপারেটিং সিষ্টেম। |
৩৮৩ | কম্পিউটারের জন্য অপরিহার্য সফটওয়্যার- |
উত্তরঃ | Fileঅপারেটিং সিস্টেম |
৩৮৪ | File শব্দের অর্থ কী ? |
উত্তরঃ | যখন কোনো Document কে- কোনো নাম দিয়ে সংরক্ষন করা হয়, তাকে File বলে |
৩৮৫ | অক্টাল শব্দের অর্থ কি ? |
উত্তরঃ | আট |
৩৮৬ | PCI এর পূর্নরূপ কী ? |
উত্তরঃ | Peripheral Component Interconnect |
৩৮৭ | ইন্টারনেট অ্যাকাউন্ট গ্রহনকারীদের কী বলে? |
উত্তরঃ | নেটিজেন |
৩৮৮ | নেটওয়ার্কের রিং সংগঠন হচ্ছে ? |
উত্তরঃ | বৃত্তাকার |
৩৮৯ | ওয়ার্কশীটের সিলেক্ট করার ঘর সমষ্টিকে………….বলে ? |
উত্তরঃ | Block |
৩৯০ | Edit শব্দের প্রকৃত অর্থ………….। |
উত্তরঃ | সম্পাদন |
৩৯১ | Sort এবং Formula কোন মেনুতে থাকে ? |
উত্তরঃ | Table |
৩৯২ | সাধারন চিঠিপত্র লেখার জন্য কী ব্যবহৃত হয় ? |
উত্তরঃ | MS Word |
৩৯৩ | Bit কী ? |
উত্তরঃ | বাইনারী নাম্বার পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক ০ (শূন্য) এবং ১ (এক) কে বিট বলে। |
৩৯৪ | ওয়ার্কশীট কাকে বলে ? |
উত্তরঃ | শীটের যে অংশে কাজ করা হয় তাকে ওয়ার্কশীট বলে। |
৩৯৫ | SQL এর পূর্নরূপ কি ? |
উত্তরঃ | Structured Query Language |
৩৯৬ | ডট মেট্রিক্স প্রিন্টার হল- |
উত্তরঃ | আউটপুট ডিভাইস |
৩৯৭ | Footnote কী ? |
উত্তরঃ | প্রতিটি পৃষ্ঠার নিচে টিকা লেখা হল ফুটনেট। |
৩৯৮ | MS Excel-7 ওয়ার্কশীটে কয়টি Row ও Colum থাকে ? |
উত্তরঃ | ১০ লক্ষ ৪৮ হাজার ৫৭৬ টি রো এবং ১৬ হাজার ৩৮৪ টি কলাম থাকে। |
৩৯৯ | MS Access এ…………….তৈরি করা যায় ? |
উত্তরঃ | ডাটাবেজ প্রোগ্রাম |
৪০০ | “ প্ত ” লিখতে কী-বোর্ডের কোন কী চাপতে হয় ? |
উত্তরঃ | জ এ ক |
কম্পিউটার বিষয়ক MCQ প্রশ্ন ও উত্তর | |
---|---|
৪০১ | ‘ চ ’ লিখতে কী বোর্ডের কোন কী চাপতে হয় ? |
উত্তরঃ | y |
৪০২ | Task Bar এ কয় ধরনের সেটিং থাকে ? |
উত্তরঃ | ৫ ধরনের সেটিং থাকে। |
৪০৩ | HTML একটি ? |
উত্তরঃ | টেক্সট-ভিত্তিক প্রোগ্রাম ভাষা। |
৪০৪ | MS-Excel এ কোন প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীদের বেতন নির্ধারনের জন্য যে শীট তৈরি করা হয় তাকে কি বলে ? |
উত্তরঃ | Salary Sheet |
৪০৫ | ‘ ন ’ বর্ণটি লিখতে কী-বোর্ডের ইংরেজী কোন বর্ণটি চাপতে হয় ? |
উত্তরঃ | b |
৪০৬ | ‘ ষ্ণ ’ লিখতে কী বোর্ডের কোন কী চাপতে হয় ? |
উত্তরঃ | N G B |
৪০৭ | Logical ফাংশন কোনটি ? |
উত্তরঃ | =IF ( ) |
৪০৮ | UPS এর পূর্নরূপ কি ? |
উত্তরঃ | Uninterruptible Power Supply. |
৪০৯ | MAN -এর পূর্নরূপ কী ? |
উত্তরঃ | Metropoliten Area Network. |
৪১০ | Forms ফাইল তৈরির করার উদ্দেশ্য- |
উত্তরঃ | ডাটা নির্বাচন পদ্ধতি অনুসরন করা |
৪১১ | MS Access এর ক্ষেত্রে OLE হচ্ছে- |
উত্তরঃ | Object Linking and Embeding |
৪১২ | LAN অর্থ ………………..Area Network |
উত্তরঃ | Local |
৪১৩ | প্রতি মাসে অ্যান্টিভাইরাসকে কী করতে হয় ? |
উত্তরঃ | আপডেট করতে হয় । |
৪১৪ | এক নিবল সমান……..বিট ? |
উত্তরঃ | ৪ বিট । |
৪১৫ | বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে বলা হয় ? |
উত্তরঃ | Wide Area Network. |
৪১৬ | MS-Word দিয়ে নতুন ডকুমেন্ট খোলার কমান্ড ? |
উত্তরঃ | File – New – Blank Document |
৪১৭ | টেক্সট সেন্টার বলতে কি বুঝায় ? |
উত্তরঃ | টেক্সটের প্রতিটি পূর্ন লাইন মাঝ বরাবর থাকবে। |
৪১৮ | Mail Marge থাকে – |
উত্তরঃ | Tools এ |
৪১৯ | CMOS শব্দের পূর্নরূপ কোনটি ? |
উত্তরঃ | Complementary Metal Oxide Semi-Conductor |
৪২০ | BOL কি ? |
উত্তরঃ | Bangladesh Online Limited |
৪২১ | কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এর কাজ করে কী তৈরি করা হয় ? |
উত্তরঃ | ডকুমেন্ট |
৪২২ | ওয়ার্ড ডকুমেন্ট লেখা শেষ হলে প্রথম কাজ কোনটি ? |
উত্তরঃ | বানান সংশোধন । |
৪২৩ | কম্পিউটারে গ্রুফ দেখা মানে কোন কাজটি ? |
উত্তরঃ | বানান সংশোধন |
৪২৪ | লেখা সাজানোর প্রথম কাজ কী ? |
উত্তরঃ | অক্ষরের আকার-আকৃতি বিন্যাস করা |
৪২৫ | বাংলা ফন্টের নাম কি ? |
উত্তরঃ | সূতম্বী এমজে |
৪২৬ | ইংরেজি ফন্টের নাম কি ? |
উত্তরঃ | Times New Roman |
৪২৭ | চন্দ্রাবতী হল- |
উত্তরঃ | বাংলা ফন্ট |
৪২৮ | বাংলা যুক্তাক্ষর টাইপ করার জন্য ইংরেজি কোন বোতাম লিঙ্ক হিসেবে ব্যবহৃত হয় ? |
উত্তরঃ | G |
৪২৯ | পোস্ট স্ক্রিপ্ট কী ? |
উত্তরঃ | সফটওয়্যার |
৪৩০ | DTP এর পূর্ন নাম কী ? |
উত্তরঃ | Desk Top Publishing |
৪৩১ | বর্ণ সফটওয়্যার কত সালে তৈরি হয় ? |
উত্তরঃ | ১৯৯৩ |
৪৩২ | ডেস্কটপ পাবলিশিং প্রবর্তিত হয় ? |
উত্তরঃ | ১৯৮৫ সালে |
৪৩৩ | কম্পিউটারে লেখালেখির জন্য কী ব্যবহার করা হয় ? |
উত্তরঃ | কী-বোর্ড। |
৪৩৪ | সংখ্যা টাইপ করার জন্য ব্যবহৃত হয়— |
উত্তরঃ | নিউমেরিক কী |
৪৩৫ | =Sum (“5”. 15, TRUE) =………….| |
উত্তরঃ | 21 |
৪৩৬ | ROM একটি ____________ মেমোরি। |
উত্তরঃ | প্রধান/স্থায়ী |
৪৩৭ | ডকুমেন্টে কোন শব্দ খুজে বের করার কমান্ড কোনটি ? |
উত্তরঃ | Ctrl + F |
৪৩৮ | মাউস, কী-বোর্ড ইত্যাদি সেটিং করা যায় কোন জায়গা থেকে ? |
উত্তরঃ | কন্ট্রোল-প্যানেল |
৪৩৯ | windows থেকে DOS-এ যাওয়ার প্রক্রিয়া- |
উত্তরঃ | Accessories |
৪৪০ | Macro কী ? |
উত্তরঃ | প্রোগ্রাম ভাষায় ব্যবহৃত বিভিন্ন ধরনরে নির্দেশনা। |
৪৪১ | Function……..Menu এর অধীনে |
উত্তরঃ | Insert |
৪৪২ | ভিন্ন ভিন্ন মানের উধঃধ ঝঃড়ৎব করার জন্য ব্যবহৃত হয়- |
উত্তরঃ | Primary Key |
৪৪৩ | Database (MS Access) ফাইলের এক্সটেনশন হল………। |
উত্তরঃ | DBF |
৪৪৪ | Record হল কতকগুলো………..এর সমষ্টি। |
উত্তরঃ | File |
৪৪৫ | Accounting কাজে মূলত ……………….প্যাকেজ ব্যবহার করা হয় ? |
উত্তরঃ | MS Excel |
৪৪৬ | 1 GB=……….MB |
উত্তরঃ | 1024 |
৪৪৭ | (২৯)১০ সংখ্যাটিকে বাইনারিতে প্রকাশ করলে কত হয় ? |
উত্তরঃ | (১১১০১)২ |
৪৪৮ | Query এর কাজ হলো ডাটাবেস থেকে প্রয়োজনীয় ডাটা- |
উত্তরঃ | খুঁজে বের করা |
৪৪৯ | ১ গিগাবাইটে কত কিলোবাইট ? |
উত্তরঃ | ১০২৪/১০১২ কিলোবাইট |
৪৫০ | একটি নতুন ফোল্ডার তৈরি করার জন্য মাউসের ……….দিকের বাটন চেপে নিউ নির্বাচন করে ………..ক্লিক করতে হয়। |
উত্তরঃ | ডান, ফোল্ডার। |
৪৫১ | টাক্সবার (Taskbar)এর অবস্থান ডেস্কটপের…………., যেখানে………….. লেখা আছে। |
উত্তরঃ | নিচে, Start. |
৪৫২ | চন্দ্রাবতী এমজে কোন ধরনের ভাষার ফন্ট ? |
উত্তরঃ | বাংলা |
৪৫৩ | Split Cells বলতে কি বুঝায় – |
উত্তরঃ | সেল বিভক্তিকরন/ সেলকে বিভক্তি করা। |
৪৫৪ | End note কী ? |
উত্তরঃ | ডকুমেন্টের শেষে টীকা লেখা |
৪৫৫ | কম্পিউটারের যাবতীয় গাণিতিক ও যুক্তিমূলক সমস্যার সমাধান করে ? |
উত্তরঃ | ALU |
৪৫৬ | কম্পিউটারের……….কে ভাইরাস আঘাত করে। |
উত্তরঃ | HDD |
৪৫৭ | ডেক্সটপের আইকন নয় কোনটি ? |
উত্তরঃ | My Files |
৪৫৮ | প্লটার হচ্ছে এক ধরনের- |
উত্তরঃ | প্রিন্টার |
৪৫৯ | র্যামের গতি বাড়ানোর জন্য কি ব্যবহার করা হয় ? |
উত্তরঃ | র্যাম ক্যাশ |
৪৬০ | সাধারনত পয়েন্টার হিসেবে ব্যবহৃত হয়- |
উত্তরঃ | মাউস |
৪৬১ | পোষ্ট স্ক্রিপ্ট কী ? |
উত্তরঃ | প্রিন্টারের ভাষা |
৪৬২ | কম্পিউটার কার্যক্রম করার জন্য প্রয়োজন- |
উত্তরঃ | Operating System |
৪৬৩ | সফটওয়্যার হচ্ছে- |
উত্তরঃ | এক বা একাধিক প্রোগ্রামের সমষ্টি |
৪৬৪ | প্যারিটি বিট কত প্রকার ? |
উত্তরঃ | ২ প্রকার |
৪৬৫ | কী-বোর্ডে কতগুলো কী থাকে ? |
উত্তরঃ | ১০৪-১১০ টি |
৪৬৬ | উইন্ডোজ অপারেটিং সিস্টেমের প্রথম ভার্সন কোনটি ? |
উত্তরঃ | ৩.০ |
৪৬৭ | কম্পিউটারের প্রান কোনটিকে বলা হয় ? |
উত্তরঃ | সফটওয়্যার |
৪৬৮ | Windows 98 কোন ধরনের সফটওয়্যার ? |
উত্তরঃ | সিস্টেম সফটওয়্যার |
৪৬৯ | সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে বলে- |
উত্তরঃ | সংখ্যা পদ্ধতি |
৪৭০ | সংখ্যা পদ্ধতি কত প্রকার ? |
উত্তরঃ | ৪ প্রকার |
৪৭১ | সংখ্যায় প্রকাশ করার ক্ষুদ্রতম প্রতীক হল- |
উত্তরঃ | অংক |
৪৭২ | বাইনারি সংখ্যা পদ্ধতির বেস/ভিত্তি কত ? |
উত্তরঃ | ২ |
৪৭৩ | বাইনারি সংখ্যা পদ্ধতির মৌলিক অংকগুলো হল- |
উত্তরঃ | ০ , ১ |
৪৭৪ | ০ এবং ১ অংক দুইটির প্রত্যেকটিকে বলে- |
উত্তরঃ | বিট |
৪৭৫ | দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হলে ২ দিয়ে বার বার……….করতে হয় ? |
উত্তরঃ | ভাগ |
৪৭৬ | অক্টাল শব্দের অর্থ কী ? |
উত্তরঃ | আট |
৪৭৭ | কম্পিউটার কাজ করে কোন পদ্ধতিতে ? |
উত্তরঃ | বাইনারি |
৪৭৮ | কোড প্রধানত কত প্রকার ? |
উত্তরঃ | দুই প্রকার |
৪৭৯ | ৮ বিট সমান কত বাইট ? |
উত্তরঃ | ১ বাইট |
৪৮০ | ১ মেগাবাইট সমান কত বিট ? |
উত্তরঃ | ৮৩৮৮৬০৮ টি। |
৪৮১ | ক্যাপস লক কীসের জন্য ব্যবহার হয় ? |
উত্তরঃ | বড় হাতের লেখার জন্য। |
৪৮২ | ইংরেজি বড় হাতের অক্ষর টাইপ করতে কোন বোতামটি ব্যবহার হয় ? |
উত্তরঃ | Shift |
৪৮৩ | ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ট্যাব কী একবার চাপলে কতটুকু জায়গা সরে ? |
উত্তরঃ | আধা ইঞ্চি |
৪৮৪ | সচরাচর কোনটির সাহায্যে ডাটা ইনপুট দিতে হয় ? |
উত্তরঃ | কী-বোর্ড |
৪৮৫ | MS Word এর কোন মেনুতে মেইল মার্জ কমান্ড থাকে ? |
উত্তরঃ | Tools |
৪৮৬ | Relational Data Base এ সর্বনিম্ন ফাইল সংখ্যা কতটি ? |
উত্তরঃ | ২ টি |
৪৮৭ | (A03)16সংখ্যাটিকে দশমিক সংখ্যায় প্রকাশ করলে কত হবে ? |
উত্তরঃ | ২৬৬৩ |
৪৮৮ | কী-বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ন কী কোনটি ? |
উত্তরঃ | Enter Key |
৪৮৯ | ডকুমেন্টে কোন শব্দ খুঁজে বের করার কমান্ড কোনটি ? |
উত্তরঃ | Ctrl + F |
৪৯০ | Caption কী ? |
উত্তরঃ | চিত্র, গ্রাফ ও ছবিতে স্বয়ংক্রিয় নম্বর করা। |
৪৯১ | Text Box এর কাজ কী ? |
উত্তরঃ | লেখার জন্য বক্স অঙ্কন করা। |
৪৯২ | File শব্দের অর্থ কী ? |
উত্তরঃ | নথি |
৪৯৩ | Format শব্দের অর্থ কী ? |
উত্তরঃ | সজ্জিত করা |
৪৯৪ | Shapes কোন মেনুর অধীনে থাকে ? |
উত্তরঃ | Insert Menu |
৪৯৫ | MS Powerpoint এ কয়টি মেনু থাকে ? |
উত্তরঃ | ৯ টি |
৪৯৬ | Slide Duplicate বলা হয়- |
উত্তরঃ | Slide এর হুবহু নকল করা। |
৪৯৭ | Help মেনুর কাজ কী ? |
উত্তরঃ | প্রোগ্রাম পরিচালনা পদ্ধতি অবগত হওয়া। |
৪৯৮ | Slide Transition এর কাজ কী ? |
উত্তরঃ | Slide প্রদর্শন পদ্ধতি পরিবর্তন করা। |
৪৯৯ | পাওয়ার পয়েন্ট কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম ? |
উত্তরঃ | মাল্টিমিডিয়া |
৫০০ | পাওয়ার পয়েন্ট ফাইলকে বলা হয়- |
উত্তরঃ | প্রেজেন্টেশন |
Reviewed by Rakibul Islam (Rakib)
on
November 11, 2019
Rating:
No comments: