(দরকারি সব সফটওয়্যার ডাউনলোড করে নিন)

সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। টাইটেল দেখেই বুঝতে পারছেন এই পোষ্টটি ফ্রি সফটওয়্যার ডাউনলোড নিয়ে। ইন্টারনেটে কাজ করতে হলে বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করতে হয় । সফটওয়ার এর ব্যবহার জানতে হলে আগে সফটওয়্যার টি ডাউনলোড করতে হবে । সফটওয়ার ডাউনলোড করতে গিয়ে অনেকে অনেক ঝামালায় পড়েন। এই সমস্যায় আপনাকে যেন আর না পরতে হয় তার জন্য আমার ছোট্ট এই প্রচেষ্টা।

কম্পিউটার:৫০টি MCQ যা আপনার চাকুরী

কম্পিউটার-
_____________________________________
১.প্রথম ডিজিটাল কম্পিউটার – MARK-1.
২.সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার – সুপার কম্পিউটার।
৩.হাইব্রিড কম্পিউটারের ইনপুট হলো-এনালগ প্রকৃতির।
৪.হাইব্রিড কম্পিউটারের আউটপুট হলো- ডিজিটাল প্রকৃতির।
৫.বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার এখন- তিয়ানহে-২(চীন).
৬. ‘পরম’ নামে সুপার কম্পিউটার আবিষ্কার করে- ভারত।
৭.বাংলাদেশের একমাত্র সুপার কম্পিউটার – বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ল্যাবে।
৮.বাংলাদেশের সুপার কম্পিউটারটি হলো- IBM RS/ 6000 SP.
৯.মেইনফ্রেম কম্পিউটার আকারে সুপার কম্পিউটার হতে- ছোট।
১০.প্রথম মিনি কম্পিউটার -পিডিপি-১
১১.প্রথম পারসোনাল কম্পিউটার – এলটেয়ার-৮৮০০।
১২.lap শব্দের মানে- কোল।
১৩.প্রথম ল্যাপটপ কম্পিউটার বাজারে আনে- এপসন কোম্পানি, ১৯৮১ সালে।
১৪.DOEL ল্যাপটপের প্রস্তুতকারী প্রতিষ্ঠান – টেশিস।
১৫.’টেশিস’ এর পূরনাংগ রুপ- টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড।
১৬.পামটপ হলো – হাতের তালুতে রেখে কাজ করা যায় এমন ছোট কম্পিউটার।
১. অত্যাধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে- ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি);
২. কম্পিউটারের ব্রেইন হলো- Microprocessor
৩. আধুনিক কম্পিউটারের জনক বলা হয়-John Von Neumann; কম্পিউটারের জনক বলা হয়- চার্লস ব্যাবেজ কে;
৪. কম্পিউটারের আবিস্কারক- হাওয়ার্ড অ্যইকেন;
৫. আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজনীয়তা শেষ হওয়ার কারণ- ফটো লিথোগ্রাফী;
৬. কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে- সেন্ট্রাল প্রসেসিং ইউনিট;
৭. কম্পিউটারের কেন্দ্রীয় পক্রিয়াকরণ অংশ গঠিত অভ্যন্তরীন স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে;
৮. কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে বলা হয়- হার্ডওয়্যার;
৯. কম্পিউটার পদ্ধতির দু’টি প্রধান অঙ্গ- হার্ডওয়্যার ও সফটওয়্যার।
১০. কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলীকে বলা হয়- প্রোগ্রাম;
১১. কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার।
১২. ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়- টেলিমেডিসিন;
১৩. নাফিস বিন সাত্তার- বাংলাদেশী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ২০০৭ সালে অস্কার পুরস্কার অর্জন করেন;
১৪. কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝায় এর প্রোগ্রাম বা কর্মপরিকল্পনা কৌশল;
১৫. মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয়- এসেম্বলি;
১৬. প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন মেশিনের ভাষায়;
১৭. বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী সিআইএইচ (চেং-ইয়ং-হো) ভাইরাস ২৬ এপ্রিল ১৯৯৯ তারিখে আক্রমণ করে।
১৮. তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী- ওয়াইম্যাক্স;
১৯. VSAT প্রযুক্তি ভূ-পৃষ্ঠ হতে স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য ব্যবহার করা হয়;
২০. প্রথম ল্যাপটপ কম্পিউটার- অসবর্ন-১ , এপসন কোম্পানি, ১৯৮১;।
২১. পুনরাবৃত্তিমূলক কাজে কম্পিউটার বেশি সুবিধাজনক;
২২. কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়- বাস;
২৩. উপাত্ত গ্রহণ ও নির্গমণ বাসের নাম ডেটাবেস;
২৪. ওরাকল- একটি ডেটাবেস সফটওয়্যার;
২৫. ডেটাবেস সফটওয়্যার এর জন্মতারিখ হলো একটি ফিল্ড;
২৬. সর্বপ্রম ফটোশপ ব্যবহার হয় Apple Macintosh কম্পিউটারে।
২৭. Zoom out—image ছোট করা;
২৮. পাওয়ার অপেন- একটি অপারেটিং সিস্টেম;
২৯. প্রথম সফল কম্পিউটার বাজারে আসে ১৯৭৬ সালে।
৩০. কম্পিউটারের কোন বুদ্ধি বিবেচনা নেই;
৩১. কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার।
৩২. মেকিনটোশ কম্পিউটারের সাহায্যে পৃথিবীর সব ভাষা ব্যবহারের প্র ম সুযোগ আসে;
৩৩. কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী করেন- ড. স্টিবিজ;
৩৪. ইউনিক্স অপারেটিং সিস্টেমে দুইশ’র অধিক কমান্ড ব্যবহার করতে হয়;
৩৫. মেশিন ল্যাঙ্গুয়েজ দুইটি সংকেত সমন্বয়ে গঠিত;
৩৬. প্রাচীন ব্যাবিলনে গণনার পদ্ধতি ছিল ২ ধরনের;
৩৭. হেক্সাডেসিমেল গণনার মৌলিক অংশ ১৬টি;
৩৮. বিশ্বের প্রথম ওয়েব ব্রাউজার- মোজাইক;
৩৯. প্রথম কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ- ফরট্রান;
৪০. লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক- ট্যাভেলড লিনাক্স;
৪১. পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনার যন্ত্র- মার্ক ১; যন্ত্রটি লম্বায় ছিল ৫১ ফুট দৈর্ঘ্য:
৪২. সবচেয়ে দ্রুতগতিসম্পনড়ব টেপ- ম্যাগনেটিক টেপ;
৪৩. ইন্টারপ্রেটার- অনুবাদক প্রোগ্রাম;
৪৪. কম্পিউটার নেটওয়ার্ক তিন ধরনের
৪৬. Gray scale ইমেজকে সাদা-কালোতে রূপান্তরিত করা যায় Threshold কমান্ড;
৪৭. বাংলাদেশে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান-
প্রশিকানেট, গ্রামীণ সাইবার নেট, বাংলাদেশ অনলাইন;
৪৮. তথ্য প্রযুক্তি একটি সমন্বিত প্রযুক্তি;
৪৯. বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সেবা চালু হয়- ৪ জুন, ১৯৯৬ তারিখে;
৫০. বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্ক আরপানেট চালু হয় ১৯৬৯ সালে।





কম্পিউটার বিষয়ক MCQ প্রশ্ন ও উত্তর
৩০১ কম্পিউটারের মাধ্যমে পারষ্পরিক যোগাযোগকে কী বলে ?
উত্তরঃ নেটওয়ার্ক।
৩০২ কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য হল-
উত্তরঃ নির্ভুলতা
৩০৩ বিজয় বায়ান্নো কে তৈরি করেছেন ?
উত্তরঃ মোস্তফা জব্বার
৩০৪ CPU এর কয়টি অংশ থাকে ?
উত্তরঃ ৩ টি
৩০৫ দুটি ই-মেইল সফ্টওয়্যার এর নাম লিখ ?
উত্তরঃ Yahoo, Gmail.
৩০৬ পেন ড্রাইভ- এর কাজ কী ?
উত্তরঃ তথ্য ষ্টোর করে রাখা
৩০৭ CD কোন ধরনরে ডিভাইস ?
উত্তরঃ Optical Device
৩০৮ IBM এর পূর্নরূপ-
উত্তরঃ International Business Machine
৩০৯ Email এর CC এর পূর্নরূপ কি ?
উত্তরঃ Carbon Copy
৩১০ কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলা হয় ?
উত্তরঃ ROM
৩১১ একটি Anti-Virus সফটওয়্যার এর নাম লিখ ?
উত্তরঃ Avast
৩১২ কম্পিউটারের মস্তিস্ক বলা হয় কোন অংশকে ?
উত্তরঃ CPU
৩১৩ কী-বোর্ডের Shift, Ctrl, Alt কী গুলোকে কি বলে ?
উত্তরঃ কমান্ড কী।
৩১৪ নিউমেরিক কী- কী বোর্ডের কোন দিকে থাকে ?
উত্তরঃ ডানদিকে
৩১৫ Print Preview এর শর্টকাট কমান্ড কোনটি ?
উত্তরঃ Ctrl + F2
৩১৬ কী-বোর্ডের কোন ফাংশন কী-কে Save as Button বলা হয় ?
উত্তরঃ F12
৩১৭ চতুর্থ প্রজম্নের কম্পিউটারের বৈশিষ্ট্য কি ?
উত্তরঃ মাইক্রোপ্রসেসর
৩১৮ পঞ্চম ও ভবিষ্যৎ প্রজম্নের কম্পিউটারের বৈশিষ্ট্য কি ?
উত্তরঃ অধিক শক্তিশালী মাইক্রোপ্রসেসর।
৩১৯ UNIVAC কম্পিউটার কে আবিষ্কার করেন ?
উত্তরঃ মসলি
৩২০ EDVAC কম্পিউটার কে আবিষ্কার করেন ?
উত্তরঃ নিউম্যান।
৩২১ বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয় এবং কোন জেলায় অবস্থিত ?
উত্তরঃ ১৯৫৪ সালে ১নং সংসদীয় আইন বলে এটি প্রতিষ্ঠিত হয়, এটি ঢাকা জেলায় অবস্থিত।
৩২২ MS Excel- এ F2 key কী কাজে ব্যবহার করা হয় ?
উত্তরঃ কোন cell এর ডাটাকে edit করার জন্য সেলের অভ্যন্তরে cursor স্থাপনের ক্ষেত্রে।
৩২৩ ওয়ার্কশীট কিসের অংশবিশেষ ?
উত্তরঃ ওয়ার্কবুকের অংশবিশেষ।
৩২৪ Caps Lock off থাকলে লেখা ………… Case এর হয়
উত্তরঃ Lower
৩২৫ অ্যাবসলুট অ্যাড্রেস কোনটি ?
উত্তরঃ $A$ 25
৩২৬ কয় গিগাবাইট সমান এক টেরাবাইট ?
উত্তরঃ ১০২৪ গিগাবাইট
৩২৭ চার্লস ব্যাবেজকে কোন কম্পিউটারের জনক বলা হয় ?
উত্তরঃ আধুনিক
৩২৮ রাউটার কী ?
উত্তরঃ Hardware Device
৩২৯ মাইক্রোপ্রসেসর এর কাজ কী ?
উত্তরঃ তথ্য প্রক্রিয়াকরন করা ।
৩৩০ কত সালে আইবিএম পিসি বাজারে আসে ?
উত্তরঃ ১৯৮১ সালে
৩৩১ মার্ক-১ এর দৈর্ঘ্য কত ?
উত্তরঃ ৫১ ফুট লম্বা
৩৩২ ১ পিকো সেকেন্ড = কত সেকেন্ড ?
উত্তরঃ ১০-১২ সে
৩৩৩ কম্পিউটারের সাংগঠনিক অংশ নয় কোনটি ?
উত্তরঃ রিপেয়ারিং ইউনিট
৩৩৪ কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে ?
উত্তরঃ Compute
৩৩৫ কোন কম্পিউটার পরিমাপন পদ্ধতিতে কাজ করে ?
উত্তরঃ অ্যানালগ
৩৩৬ সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের নাম কি ?
উত্তরঃ সুপার কম্পিউটার
৩৩৭ কোন ডিস্ক সরাসরি ফরমেট করা যায় না ?
উত্তরঃ ফ্লপি ডিস্ক।
৩৩৮ ক্লোন হচ্ছে-
উত্তরঃ আইবিএম পিসি’ নকল।
৩৩৯ কাজের প্রকৃতি অনুসারে কম্পিউটারকে কয় শ্রেণীতে বিভক্ত করা যায় ?
উত্তরঃ ৩ শ্রেনীতে
৩৪০ ফাইল কোথায় রাখা হয়-
উত্তরঃ ফোল্ডারে
৩৪১ ফোল্ডার মুছার নিয়ম-
উত্তরঃ Select + Delete
৩৪২ মাউসের সাহায্যে কোন কাজ করা হয় ?
উত্তরঃ ফাইল ওপেন করা হয় ।
৩৪৩ ডকুমেন্ট বানান শুদ্ধ করার কমান্ড হচ্ছে ?
উত্তরঃ Review + Spelling & Grammar + Ok
৩৪৪ টেক্স জাস্টিফাই বলতে কী বুঝায় ?
উত্তরঃ প্রতিটা পূর্ন লাইনের ডান ও বামদিক এক বরাবর থাকবে।
৩৪৫ MS Word এ Ctrl + End এর কাজ কী ?
উত্তরঃ ডকুমেন্টের ক্ষেত্রে কার্সর চলে আসে লাইনের শেষে।
৩৪৬ Desktop কী ?
উত্তরঃ মনিটরের ব্যাকগ্রাউন্ড এরিয়াই হলো Desktop
৩৪৭ গ্রাফ বা চার্ট কি ?
উত্তরঃ গাণিতিক তথ্যসমূহের চিত্রময় উপস্থাপনকে গ্রাফ বা চার্ট বলে।
৩৪৮ স্প্রেডশীট প্যাকেজ প্রোগ্রাম মূলত ব্যবহার করা হয়-
উত্তরঃ অ্যাকাউন্টিং কাজ করতে।
৩৪৯ ফোল্ডারে ফাইল দেখার জন্য-
উত্তরঃ ডাবল ক্লিক করা হয়।
৩৫০ Forms ফাইল তৈরি করার উদ্দেশ্য-
উত্তরঃ ডাটা নির্বাচন পদ্ধতি অনুসরন করা
৩৫১ ডাটাবেস গঠিত হয়-
উত্তরঃ রেকর্ড নিয়ে।
৩৫২ Macro ব্যবহারের উদ্দেশ্য-
উত্তরঃ কোনো কমান্ড সহজে নির্বাহ করা
৩৫৩ কোনটি অপারেটিং সিস্টেমের কাজ নয় ?
উত্তরঃ ডাটা প্রসেসিং করা।
৩৫৪ MS Word এ Columns কোন মেনুর অধীনে ?
উত্তরঃ Page Layout Menu
৩৫৫ র‌্যাম এর ধারণ ক্ষমতা সম্প্রসারন করা যায় –
উত্তরঃ অতিরিক্ত র‌্যাম চিপ যুক্ত করে।
৩৫৬ প্রতিটি শব্দ আলাদাভাবে Underline করার কমান্ড-
উত্তরঃ Ctrl+ U
৩৫৭ Title Case এর উদাহরন কোনটি ?
উত্তরঃ Run! Forest Run
৩৫৮ Equation লেখার জন্য ব্যবহৃত হয়-
উত্তরঃ – Insert > Objects > Microsoft Equation.
৩৫৯ Data Base এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ফান্ডামেন্টাল অবজেক্ট-
উত্তরঃ Table
৩৬০ ডাটাবেসের ক্ষুদ্রতম অংশকে বলা হয়-
উত্তরঃ Field
৩৬১ D10 সেল অ্যাড্রেস এর অর্থ কী ?
উত্তরঃ D নং কলামের 10 নং সারি
৩৬২ ডকুমেন্টের কিছু অংশ কী-বোর্ড দ্বারা বোল্ড করার কমান্ড লিখ
উত্তরঃ Shift + Arrow Key এবং Ctrl + B
৩৬৩ একসাথে একাধিক স্লাইড পর্দায় দেখার কমান্ড-
উত্তরঃ Slide Sorter > View
৩৬৪ Windows 7 একটি
উত্তরঃ Operating System
৩৬৫ Esc বাটন ব্যবহৃত হয়-
উত্তরঃ Dialogue box cancel করার জন্য।
৩৬৬ গাটার ( Gutter ) কী ?
উত্তরঃ পৃষ্ঠার মার্জিন সংযুক্ত অতিরিক্ত জায়গা।
৩৬৭ Horizontal Scalling কী ?
উত্তরঃ অক্ষরগুলোকে সমান্তরালভাবে প্রসারিত করা
৩৬৮ মেমরির একক হচ্ছে ?
উত্তরঃ বাইট
৩৬৯ কম্পিউটারের স্মৃতি প্রধানত কয় প্রকার ও কী কী ?
উত্তরঃ দুই প্রকার, যথাঃ- Primary Memory & Secondary Memory
৩৭০ কত কিলোবাইটে = এক মেগাবাইট ?
উত্তরঃ ১০২৪ কিলোবাইট
৩৭১ ROM একটি……………মেমরি।
উত্তরঃ প্রধান/স্থায়ী
৩৭২ Recycle bin এ …………….ফাইল জমা থাকে
উত্তরঃ অপ্রয়োজনীয়
৩৭৩ দুইটি স্প্রেডশীট প্যাকেজ এর নাম লিখ ?
উত্তরঃ MS Excel, Quartropro
৩৭৪ Presentation Package কোনটি ?
উত্তরঃ Power Point
৩৭৫ “কিন্তু” লেখার জন্য পর্যায়ক্রমে………………..Key Press করতে হয় ?
উত্তরঃ DJBGKS
৩৭৬ ৫ টি হার্ডওয়্যার যন্ত্রের নাম লিখ ?
উত্তরঃ (১) মাউস (২) কী-বোর্ড (৩) মনিটর (৪) প্রিন্টার(৫) স্পিকার।
৩৭৭ ই-মেইল দিয়ে কী করা যায় ?
উত্তরঃ কম্পিউটারে বার্তা আদান-প্রদান করা হয়।
৩৭৮ কম্পিউটারের ভাইরাস এক ধরনের-
উত্তরঃ ক্ষতিকারক প্রোগ্রাম
৩৭৯ ওয়ার্ডের ডকুমেন্টে পেজ নম্বর দেয়ার কমান্ড-
উত্তরঃ Insert Menu > Page Number > Ok
৩৮০ কম্পিউটারের মূল অংশগুলোর নাম কি কি ?
উত্তরঃ (1) Input Unit (2) CPU Unit (3) Output Unit
৩৮১ Shut down কমান্ডের কাজ কী ?
উত্তরঃ Windows Operating System হতে বের হওয়ার জন্য shut down কমান্ড ব্যবহার করা হয়।
৩৮২ DOS কী ?
উত্তরঃ Disk operating System ইহা একটি বর্ণভিত্তিক অপারেটিং সিষ্টেম।
৩৮৩ কম্পিউটারের জন্য অপরিহার্য সফটওয়্যার-
উত্তরঃ Fileঅপারেটিং সিস্টেম
৩৮৪ File শব্দের অর্থ কী ?
উত্তরঃ যখন কোনো Document কে- কোনো নাম দিয়ে সংরক্ষন করা হয়, তাকে File বলে
৩৮৫ অক্টাল শব্দের অর্থ কি ?
উত্তরঃ আট
৩৮৬ PCI এর পূর্নরূপ কী ?
উত্তরঃ Peripheral Component Interconnect
৩৮৭ ইন্টারনেট অ্যাকাউন্ট গ্রহনকারীদের কী বলে?
উত্তরঃ নেটিজেন
৩৮৮ নেটওয়ার্কের রিং সংগঠন হচ্ছে ?
উত্তরঃ বৃত্তাকার
৩৮৯ ওয়ার্কশীটের সিলেক্ট করার ঘর সমষ্টিকে………….বলে ?
উত্তরঃ Block
৩৯০ Edit শব্দের প্রকৃত অর্থ………….।
উত্তরঃ সম্পাদন
৩৯১ Sort এবং Formula কোন মেনুতে থাকে ?
উত্তরঃ Table
৩৯২ সাধারন চিঠিপত্র লেখার জন্য কী ব্যবহৃত হয় ?
উত্তরঃ MS Word
৩৯৩ Bit কী ?
উত্তরঃ বাইনারী নাম্বার পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক ০ (শূন্য) এবং ১ (এক) কে বিট বলে।
৩৯৪ ওয়ার্কশীট কাকে বলে ?
উত্তরঃ শীটের যে অংশে কাজ করা হয় তাকে ওয়ার্কশীট বলে।
৩৯৫ SQL এর পূর্নরূপ কি ?
উত্তরঃ Structured Query Language
৩৯৬ ডট মেট্রিক্স প্রিন্টার হল-
উত্তরঃ আউটপুট ডিভাইস
৩৯৭ Footnote কী ?
উত্তরঃ প্রতিটি পৃষ্ঠার নিচে টিকা লেখা হল ফুটনেট।
৩৯৮ MS Excel-7 ওয়ার্কশীটে কয়টি Row ও Colum থাকে ?
উত্তরঃ ১০ লক্ষ ৪৮ হাজার ৫৭৬ টি রো এবং ১৬ হাজার ৩৮৪ টি কলাম থাকে।
৩৯৯ MS Access এ…………….তৈরি করা যায় ?
উত্তরঃ ডাটাবেজ প্রোগ্রাম
৪০০ “ প্ত ” লিখতে কী-বোর্ডের কোন কী চাপতে হয় ?
উত্তরঃ জ এ ক
কম্পিউটার বিষয়ক MCQ প্রশ্ন ও উত্তর
৪০১ ‘ চ ’ লিখতে কী বোর্ডের কোন কী চাপতে হয় ?
উত্তরঃ y
৪০২ Task Bar এ কয় ধরনের সেটিং থাকে ?
উত্তরঃ ৫ ধরনের সেটিং থাকে।
৪০৩ HTML একটি ?
উত্তরঃ টেক্সট-ভিত্তিক প্রোগ্রাম ভাষা।
৪০৪ MS-Excel এ কোন প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীদের বেতন নির্ধারনের জন্য যে শীট তৈরি করা হয় তাকে কি বলে ?
উত্তরঃ Salary Sheet
৪০৫ ‘ ন ’ বর্ণটি লিখতে কী-বোর্ডের ইংরেজী কোন বর্ণটি চাপতে হয় ?
উত্তরঃ b
৪০৬ ‘ ষ্ণ ’ লিখতে কী বোর্ডের কোন কী চাপতে হয় ?
উত্তরঃ N G B
৪০৭ Logical ফাংশন কোনটি ?
উত্তরঃ =IF ( )
৪০৮ UPS এর পূর্নরূপ কি ?
উত্তরঃ Uninterruptible Power Supply.
৪০৯ MAN -এর পূর্নরূপ কী ?
উত্তরঃ Metropoliten Area Network.
৪১০ Forms ফাইল তৈরির করার উদ্দেশ্য-
উত্তরঃ ডাটা নির্বাচন পদ্ধতি অনুসরন করা
৪১১ MS Access এর ক্ষেত্রে OLE হচ্ছে-
উত্তরঃ Object Linking and Embeding
৪১২ LAN অর্থ ………………..Area Network
উত্তরঃ Local
৪১৩ প্রতি মাসে অ্যান্টিভাইরাসকে কী করতে হয় ?
উত্তরঃ আপডেট করতে হয় ।
৪১৪ এক নিবল সমান……..বিট ?
উত্তরঃ ৪ বিট ।
৪১৫ বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে বলা হয় ?
উত্তরঃ Wide Area Network.
৪১৬ MS-Word দিয়ে নতুন ডকুমেন্ট খোলার কমান্ড ?
উত্তরঃ File – New – Blank Document
৪১৭ টেক্সট সেন্টার বলতে কি বুঝায় ?
উত্তরঃ টেক্সটের প্রতিটি পূর্ন লাইন মাঝ বরাবর থাকবে।
৪১৮ Mail Marge থাকে –
উত্তরঃ Tools এ
৪১৯ CMOS শব্দের পূর্নরূপ কোনটি ?
উত্তরঃ Complementary Metal Oxide Semi-Conductor
৪২০ BOL কি ?
উত্তরঃ Bangladesh Online Limited
৪২১ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এর কাজ করে কী তৈরি করা হয় ?
উত্তরঃ ডকুমেন্ট
৪২২ ওয়ার্ড ডকুমেন্ট লেখা শেষ হলে প্রথম কাজ কোনটি ?
উত্তরঃ বানান সংশোধন ।
৪২৩ কম্পিউটারে গ্রুফ দেখা মানে কোন কাজটি ?
উত্তরঃ বানান সংশোধন
৪২৪ লেখা সাজানোর প্রথম কাজ কী ?
উত্তরঃ অক্ষরের আকার-আকৃতি বিন্যাস করা
৪২৫ বাংলা ফন্টের নাম কি ?
উত্তরঃ সূতম্বী এমজে
৪২৬ ইংরেজি ফন্টের নাম কি ?
উত্তরঃ Times New Roman
৪২৭ চন্দ্রাবতী হল-
উত্তরঃ বাংলা ফন্ট
৪২৮ বাংলা যুক্তাক্ষর টাইপ করার জন্য ইংরেজি কোন বোতাম লিঙ্ক হিসেবে ব্যবহৃত হয় ?
উত্তরঃ G
৪২৯ পোস্ট স্ক্রিপ্ট কী ?
উত্তরঃ সফটওয়্যার
৪৩০ DTP এর পূর্ন নাম কী ?
উত্তরঃ Desk Top Publishing
৪৩১ বর্ণ সফটওয়্যার কত সালে তৈরি হয় ?
উত্তরঃ ১৯৯৩
৪৩২ ডেস্কটপ পাবলিশিং প্রবর্তিত হয় ?
উত্তরঃ ১৯৮৫ সালে
৪৩৩ কম্পিউটারে লেখালেখির জন্য কী ব্যবহার করা হয় ?
উত্তরঃ কী-বোর্ড।
৪৩৪ সংখ্যা টাইপ করার জন্য ব্যবহৃত হয়—
উত্তরঃ নিউমেরিক কী
৪৩৫ =Sum (“5”. 15, TRUE) =………….|
উত্তরঃ 21
৪৩৬ ROM একটি ____________ মেমোরি।
উত্তরঃ প্রধান/স্থায়ী
৪৩৭ ডকুমেন্টে কোন শব্দ খুজে বের করার কমান্ড কোনটি ?
উত্তরঃ Ctrl + F
৪৩৮ মাউস, কী-বোর্ড ইত্যাদি সেটিং করা যায় কোন জায়গা থেকে ?
উত্তরঃ কন্ট্রোল-প্যানেল
৪৩৯ windows থেকে DOS-এ যাওয়ার প্রক্রিয়া-
উত্তরঃ Accessories
৪৪০ Macro কী ?
উত্তরঃ প্রোগ্রাম ভাষায় ব্যবহৃত বিভিন্ন ধরনরে নির্দেশনা।
৪৪১ Function……..Menu এর অধীনে
উত্তরঃ Insert
৪৪২ ভিন্ন ভিন্ন মানের উধঃধ ঝঃড়ৎব করার জন্য ব্যবহৃত হয়-
উত্তরঃ Primary Key
৪৪৩ Database (MS Access) ফাইলের এক্সটেনশন হল………।
উত্তরঃ DBF
৪৪৪ Record হল কতকগুলো………..এর সমষ্টি।
উত্তরঃ File
৪৪৫ Accounting কাজে মূলত ……………….প্যাকেজ ব্যবহার করা হয় ?
উত্তরঃ MS Excel
৪৪৬ 1 GB=……….MB
উত্তরঃ 1024
৪৪৭ (২৯)১০ সংখ্যাটিকে বাইনারিতে প্রকাশ করলে কত হয় ?
উত্তরঃ (১১১০১)২
৪৪৮ Query এর কাজ হলো ডাটাবেস থেকে প্রয়োজনীয় ডাটা-
উত্তরঃ খুঁজে বের করা
৪৪৯ ১ গিগাবাইটে কত কিলোবাইট ?
উত্তরঃ ১০২৪/১০১২ কিলোবাইট
৪৫০ একটি নতুন ফোল্ডার তৈরি করার জন্য মাউসের ……….দিকের বাটন চেপে নিউ নির্বাচন করে ………..ক্লিক করতে হয়।
উত্তরঃ ডান, ফোল্ডার।
৪৫১ টাক্সবার (Taskbar)এর অবস্থান ডেস্কটপের…………., যেখানে………….. লেখা আছে।
উত্তরঃ নিচে, Start.
৪৫২ চন্দ্রাবতী এমজে কোন ধরনের ভাষার ফন্ট ?
উত্তরঃ বাংলা
৪৫৩ Split Cells বলতে কি বুঝায় –
উত্তরঃ সেল বিভক্তিকরন/ সেলকে বিভক্তি করা।
৪৫৪ End note কী ?
উত্তরঃ ডকুমেন্টের শেষে টীকা লেখা
৪৫৫ কম্পিউটারের যাবতীয় গাণিতিক ও যুক্তিমূলক সমস্যার সমাধান করে ?
উত্তরঃ ALU
৪৫৬ কম্পিউটারের……….কে ভাইরাস আঘাত করে।
উত্তরঃ HDD
৪৫৭ ডেক্সটপের আইকন নয় কোনটি ?
উত্তরঃ My Files
৪৫৮ প্লটার হচ্ছে এক ধরনের-
উত্তরঃ প্রিন্টার
৪৫৯ র‌্যামের গতি বাড়ানোর জন্য কি ব্যবহার করা হয় ?
উত্তরঃ র‌্যাম ক্যাশ
৪৬০ সাধারনত পয়েন্টার হিসেবে ব্যবহৃত হয়-
উত্তরঃ মাউস
৪৬১ পোষ্ট স্ক্রিপ্ট কী ?
উত্তরঃ প্রিন্টারের ভাষা
৪৬২ কম্পিউটার কার্যক্রম করার জন্য প্রয়োজন-
উত্তরঃ Operating System
৪৬৩ সফটওয়্যার হচ্ছে-
উত্তরঃ এক বা একাধিক প্রোগ্রামের সমষ্টি
৪৬৪ প্যারিটি বিট কত প্রকার ?
উত্তরঃ ২ প্রকার
৪৬৫ কী-বোর্ডে কতগুলো কী থাকে ?
উত্তরঃ ১০৪-১১০ টি
৪৬৬ উইন্ডোজ অপারেটিং সিস্টেমের প্রথম ভার্সন কোনটি ?
উত্তরঃ ৩.০
৪৬৭ কম্পিউটারের প্রান কোনটিকে বলা হয় ?
উত্তরঃ সফটওয়্যার
৪৬৮ Windows 98 কোন ধরনের সফটওয়্যার ?
উত্তরঃ সিস্টেম সফটওয়্যার
৪৬৯ সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে বলে-
উত্তরঃ সংখ্যা পদ্ধতি
৪৭০ সংখ্যা পদ্ধতি কত প্রকার ?
উত্তরঃ ৪ প্রকার
৪৭১ সংখ্যায় প্রকাশ করার ক্ষুদ্রতম প্রতীক হল-
উত্তরঃ অংক
৪৭২ বাইনারি সংখ্যা পদ্ধতির বেস/ভিত্তি কত ?
উত্তরঃ
৪৭৩ বাইনারি সংখ্যা পদ্ধতির মৌলিক অংকগুলো হল-
উত্তরঃ ০ , ১
৪৭৪ ০ এবং ১ অংক দুইটির প্রত্যেকটিকে বলে-
উত্তরঃ বিট
৪৭৫ দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হলে ২ দিয়ে বার বার……….করতে হয় ?
উত্তরঃ ভাগ
৪৭৬ অক্টাল শব্দের অর্থ কী ?
উত্তরঃ আট
৪৭৭ কম্পিউটার কাজ করে কোন পদ্ধতিতে ?
উত্তরঃ বাইনারি
৪৭৮ কোড প্রধানত কত প্রকার ?
উত্তরঃ দুই প্রকার
৪৭৯ ৮ বিট সমান কত বাইট ?
উত্তরঃ ১ বাইট
৪৮০ ১ মেগাবাইট সমান কত বিট ?
উত্তরঃ ৮৩৮৮৬০৮ টি।
৪৮১ ক্যাপস লক কীসের জন্য ব্যবহার হয় ?
উত্তরঃ বড় হাতের লেখার জন্য।
৪৮২ ইংরেজি বড় হাতের অক্ষর টাইপ করতে কোন বোতামটি ব্যবহার হয় ?
উত্তরঃ Shift
৪৮৩ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ট্যাব কী একবার চাপলে কতটুকু জায়গা সরে ?
উত্তরঃ আধা ইঞ্চি
৪৮৪ সচরাচর কোনটির সাহায্যে ডাটা ইনপুট দিতে হয় ?
উত্তরঃ কী-বোর্ড
৪৮৫ MS Word এর কোন মেনুতে মেইল মার্জ কমান্ড থাকে ?
উত্তরঃ Tools
৪৮৬ Relational Data Base এ সর্বনিম্ন ফাইল সংখ্যা কতটি ?
উত্তরঃ ২ টি
৪৮৭ (A03)16সংখ্যাটিকে দশমিক সংখ্যায় প্রকাশ করলে কত হবে ?
উত্তরঃ ২৬৬৩
৪৮৮ কী-বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ন কী কোনটি ?
উত্তরঃ Enter Key
৪৮৯ ডকুমেন্টে কোন শব্দ খুঁজে বের করার কমান্ড কোনটি ?
উত্তরঃ Ctrl + F
৪৯০ Caption কী ?
উত্তরঃ চিত্র, গ্রাফ ও ছবিতে স্বয়ংক্রিয় নম্বর করা।
৪৯১ Text Box এর কাজ কী ?
উত্তরঃ লেখার জন্য বক্স অঙ্কন করা।
৪৯২ File শব্দের অর্থ কী ?
উত্তরঃ নথি
৪৯৩ Format শব্দের অর্থ কী ?
উত্তরঃ সজ্জিত করা
৪৯৪ Shapes কোন মেনুর অধীনে থাকে ?
উত্তরঃ Insert Menu
৪৯৫ MS Powerpoint এ কয়টি মেনু থাকে ?
উত্তরঃ ৯ টি
৪৯৬ Slide Duplicate বলা হয়-
উত্তরঃ Slide এর হুবহু নকল করা।
৪৯৭ Help মেনুর কাজ কী ?
উত্তরঃ প্রোগ্রাম পরিচালনা পদ্ধতি অবগত হওয়া।
৪৯৮ Slide Transition এর কাজ কী ?
উত্তরঃ Slide প্রদর্শন পদ্ধতি পরিবর্তন করা।
৪৯৯ পাওয়ার পয়েন্ট কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম ?
উত্তরঃ মাল্টিমিডিয়া
৫০০ পাওয়ার পয়েন্ট ফাইলকে বলা হয়-
উত্তরঃ প্রেজেন্টেশন

https://rakibsoftware.blogspot.com/p/its-my-life-my-name-is-md.html

https://rakibsoftware.blogspot.com/p/its-my-life-my-name-is-md.html

https://rakibsoftware.blogspot.com/p/its-my-life-my-name-is-md.html

https://rakibsoftware.blogspot.com/p/its-my-life-my-name-is-md.html





Reviewed by Rakibul Islam (Rakib) on November 11, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.